Thursday, July 1, 2021

জরিমানা আদায় ৭৫ হাজার টাকা, আক্রান্ত ৩৪৬জন: সর্বাত্মক লকডাউন: কঠোর অবস্থানে তালা উপজেলা প্রশাসন https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু, তালা: সরকার ঘোষিত সপ্তাহব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে তালা উপজেলার মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্যরা। চলমান লকডাউন থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। প্রথম দিন সকাল হতে উপজেলা হাট-বাজারগুলো বন্ধ সড়কে অন্যান্য দিনের মতো, নেই যানবাহনের চাপ।
সরেজমিনে তালা উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে দেখা যায়, এলাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া সদরের এরশাদ চত্ত্বরসহ উপজেলার প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।
লকডাউন কার্যকর বেগবান করতে উপজেলা প্রতিটি এলাকা জুড়ে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ উল হাসান, এসিল্যান্ড এসএম তারেক সুলতান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ। শুধু কঠোর অবস্থান নয় বরং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা গুনতে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান ও এসিল্যান্ড এসএম তারেক সুলতানের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত ৩১দিনে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। সড়কে তালা থানার পুলিশের টহল চলবে। কেউ যেন অপ্রয়োজনে বাইরে বের না হয় এবং ঘোরাফেরা না করে সেটি নিশ্চিত করতে আমাদের একাধিক টিম কাজ করে যাচ্ছে।
উপজেলা জাতীয় পার্টি সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, তালা উপজেলাসহ দেশের সকল জনসাধারণ কে নিরাপদে থাকতে আহ্বান করছি। তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, তালা থানার পুলিশ ১২টা ইউনিয়ন বিট ভাগ করে নিয়ে কাজ করছেন। তাছাড়া ইউএনও ও এসিল্যান্ড তারাও দুটো ইউনিট ভাগ করে কাজ করছেন। তাছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাংবাদিকও সুশীল সমাজের লোকজন সকাল থেকে লকডাউন পালন করতে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য উপজেলায় মতো তালা উপজেলায় কঠোরভাবে পালন করা হচ্ছে লক ডাউন। লকডাউন বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও যদি কোন লকডাউন খারাপ পরিবেশ-পরিস্থিতি দেখেন তাহলে সাথে সাথে অবহিত করলে তিনি সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন।

The post জরিমানা আদায় ৭৫ হাজার টাকা, আক্রান্ত ৩৪৬জন: সর্বাত্মক লকডাউন: কঠোর অবস্থানে তালা উপজেলা প্রশাসন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wdgckB

No comments:

Post a Comment