সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ঘের মালিকদের নিকট থেকে গলদা রেণু আটক করছে বিজিবি সদস্যরা। প্রতিদিন সকালে দেবহাটার কুলিয়া বাজারে ভারতীয় গলদা রেণু প্রকাশ্যে খোলামেলা বিক্রয় হচ্ছে। সেখান থেকে ঘের মালিকরা ক্রয় করে আনার পর বিজিবি সদস্যরা আটক করছে বলে জানান ঘের মালিকরা। ঘের মালিকদের অভিযোগ, সীমান্তে বিজিবি থাকতে কীভাবে গলদা রেণু পার হয়ে আসে? কীভাবে প্রকাশ্যে বাজারে বিক্রি হয়? সেখান থেকে কেন আটক করে না? ঘের মালিকরা আরও বলেন, আমরা ন্যায্য মূল্য দিয়ে ওই রেণু ক্রয় করি। অথচ আমরা কিনে আনার পর বিজিবি সদস্যরা তা ছিনিয়ে নিচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদরের হাবাসপুর গ্রামের ওয়াজেদ আলীর পুত্র খলিল, আশাশুনির বাকড়া গ্রামের বিষ্টু বাছাড়ের পুত্র হারান বাছাড়ের নিকট থেকে ৪৫ হাজার টাকার গলদা রেণু আটক করেছে বিজিবি সদস্যরা। ঘের মালিকসহ স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, কুলিয়া বাজারে প্রকাশ্যে খোলামেলা গলদা রেণু বিক্রয় হচ্ছে, সেখানে বিজিবি সদস্যরা কেন যায়না? গরিব অসহায় ঘের মালিকরা ঋণ করে টাকা নিয়ে সেই কুলিয়া বাজার থেকে ক্রয় করছে গলদা রেণু। আর সেই রেণু নিয়ে আসার সময় পথের মাঝ থেকে আটক করে ঘের মালিকদের সর্বশান্ত করা হচ্ছে। এব্যাপারে ঘের মালিক ও সচেতন মহলের পক্ষ থেকে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
The post আশাশুনির বাকড়া হাবাসপুরে ঘের থেকে গলদা চিংড়ির রেণু আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ToZWzu
No comments:
Post a Comment