Tuesday, July 6, 2021

আশাশুনিতে আমজেদ বাহিনীর বিরুদ্ধে ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ https://ift.tt/eA8V8J

আহসান হাবিব, আশাশুনি: আশাশুনির কোলায় আমজেদ বাহিনীর বিরুদ্ধে এক অসহায় বিধবা নারীর মৎস্য ঘেরের মাছ জবর দখল, লুটপাট, অগ্নিসংযোগ, ও শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আব্দুস সালাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগে জানাগেছে, সোমাবার গভীর রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের বিভিন্ন অপকমের হোতা আমজেদের নির্দেশে তার বাহিনী দেশীয় অস্ত্রে শস্ত্রে সর্জিত হয়ে প্রথমে কোলা গ্রামের মৃত ইনসান গাজীর বিধাব স্ত্রী (৩৫) মৎস্য ঘেরে প্রবেশ করে। মৎস্য ঘেরে বিধাব নারীকে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে মারপিট ও শ্লীতাহানীর চেষ্টা চালায়। তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী ঘের মালিক সালাম, ইছাক হালদার, মিজানুরসহ অন্যান্য ঘের মালিকগন ঘটনাস্থলে পৌছে দেখে আমজেদ বাহিনীর ক্যাডার ইয়াছিন, মিলন, ওলিউর, মনি, আলমসহ ১৫-২০ জনের একটি বাহিনী অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে বিধবাকে টানা হেচড়া করাসহ ঘেরের বাসায় থাকা মূল্যবান জিনিসপত্র ও মাছ লুটপাট চালাছে। তারা ভীতসন্ত্রস্ত হয়ে দাড়িয়ে থাকার এক পর্যায়ে বাসায় অগ্নি সংযোগ করে ঘের দখল করে বিধাব মহিলাকে গলা ধরে বাইরে বের করে দেয়। এরপর ওই ঘেরে ৪-৫ জন ক্যাডার দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দিতে থাকে। বাকীরা বীর দর্পে ত্রাস সৃষ্টি করে পর্যায়ক্রমে পার্শ্ববর্তী আব্দুস সালাম ও ইছাহাক হালদারের মৎস্য ঘের দখল ও লুটপাট করে। ভোর হতে না হতেই গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌছানো শুরু করলে সন্ত্রাসীরা কৌশলে ঘের ছেড়ে অন্য পথ দিয়ে চলে যায়। এব্যাপারে আশাশুনি থানায় আব্দুস সালাম বাদী হয়ে লিখিত এজাহার দাখিল করেছে।

 

The post আশাশুনিতে আমজেদ বাহিনীর বিরুদ্ধে ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hlhRAw

No comments:

Post a Comment