বেনাপোল স্থলবন্দররে কর্মরত ২৬শ’ হ্যান্ডলিং শ্রমিক পেল ডিজিটাল পরিচয় পত্র। বন্দরে অবৈধ অনুপ্রবেশ, অশ্রমিক রোধসহ বৈধ শ্রমিকদের চিহ্নিত করনে বেনাপোল বন্দর গোডাউনে কাজের অনুমতিপত্র হিসেবে কাজ করবে পরিচয়পত্রটি।
যশোরের শার্শা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন শ্রমিকদের মধ্যে এক আনুষ্টানিকতার মাধ্যমে কার্ডটি বিতরণ করেন।
বেনাপোল স্থলবন্দও মহাসড়কের উপর নির্মিত মঞ্চে ৮২৫ ও ৯৯১ শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক কলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত পরিচয়পত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শেখ আফিল উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, বন্দর উপ পরিচালক মামুন তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজামান,
জেলা পরিষদ সদস্য অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শ্রমিক নেতা অহিদুজ্জামান অহিদ, রাজু আহম্মদেসহ নেতৃবৃন্দু। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিসহ আমদানি রপ্তানি বানিজ্যে শ্রমিকদের দায়িত্ব কর্তব্যসহ একাধিক বিষয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দু। শ্রমিকদের মুজুরী বৃদ্ধির জোরালো দাবী জানানো হয়।
এমএ রহিম, বেনাপোল (যশোর):
The post বেনাপোল স্থলবন্দররে কর্মরত ২৬শ’ হ্যান্ডলিং শ্রমিক পেল ডিজিটাল পরিচয়পত্র appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mGsltT
No comments:
Post a Comment