Friday, November 6, 2020

নির্ধারিত সময়ে হচ্ছে না বিগ ব্যাশ https://ift.tt/eA8V8J

বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ (বিবিএল)। অস্ট্রেলিয়ার অন্যতম আকর্ষণীয় এই টুর্নামেন্টের চলতি আসর মাঠে গড়ানোর কথা ছিল ৩ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না এই টুর্নামেন্ট। এক সপ্তাহ পিছিয়ে আগামী ১০ ডিসেম্বর বিবিএলের এবারের আসর শুরু হবে।

করোনার কারণে এবার একটু অন্যভাবে আয়োজিত হবে বিগ ব্যাশ লিগ। শুরুর দিকের ম্যাচগুলো হবে হোবার্ট ও ক্যানবেরা এই দুই ভেন্যুতে। বাকি ম্যাচগুলো হবে কুইন্সল্যান্ড ও অ্যাডিলেডে। পর্যায়ক্রমে অন্যান্য ভেন্যুতেও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রাথমিকভাবে ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। এবারের বিবিএলের সূচি চূড়ান্ত করার কাজকে সবচেয়ে কঠিন বলে উল্লেখ করেছেন বিগ ব্যাশ প্রধান অ্যালিস্টার ডুবসন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই বলবো, এই সূচি তৈরি সবচেয়ে কঠিন কাজ। অবশেষে এটা মাঠে গড়াচ্ছে এটা ভেবেই আমরা আনন্দিত। এটা অস্ট্রেলিয়ার অনেক মানুষের জন্য খুব কঠিন বছর ছিল। আমরা অনুমতি পেলে অস্ট্রেলিয়ার সব রাজ্যেই বিগ ব্যাশ আয়োজনের দিকে তাকিয়ে আছি।’

বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করতে পারায় নিজেদের আনন্দের কথা জানিয়ে ডুবসন বলেন, ‘আমরা খুশি যে দল, ক্রিকেটার, ব্রডকাস্টার ও বানিজ্যিক সহযোগীসহ সবাইকেই বিবিএল কবে শুরু হবে তা জানাতে পারছি। প্রাথমিকভাবে কিছু ম্যাচের সূচি ও ভেন্যু প্রকাশিত হয়েছে। বাকি ভেন্যুগুলোর ব্যাপারে আগামী সপ্তাহে ঘোষণা আসবে।’

The post নির্ধারিত সময়ে হচ্ছে না বিগ ব্যাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JHsWgR

No comments:

Post a Comment