যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপার্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আলতাপোল গ্রামের আতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত নওয়াব আলীর ছেলে আতিয়ার রহমান, পৌর শহরের হাজারী লাল মোদকের ছেলে অসীত কুমার মোদক, রাজনগর বাকাবর্শী গ্রামের মেছের মোড়লের ছেলে আসলাম উদ্দীন, সারুটিয়া গ্রামের মৃত মোহন দাসের ছেলে কার্তিক দাস, লক্ষীনাথকাটি গ্রামের মৃত কোমর আলী মোড়লের ছেলে আবু দাউদ, নরিম দপ্তরির ছেলে জমসেদ আলী, মির্জানগর গ্রামের মৃত শেখ আব্দুল আহাদের ছেলে ফরিদ উদ্দীন, ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে আব্দুস সামাদ, চিংড়া গ্রামের মৃত নওয়াব আলী মোড়লের ছেলে যশোদ আলী মোড়ল ও বাশবাড়িয়া গ্রামের মাখন দাসের ছেলে জয়দেব দাসকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোরে):
The post কেশবপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3m6AZBY
No comments:
Post a Comment