নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা (গেরিলা) লুৎফর রহমান (৬৯) ইন্তেকাল করেছেন। স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে জানাজা নামাজ শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি জেরিন কান্তার উপস্থিতিতে কলারোয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। জানাযা নামাজ ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি), যশোর অঞ্চলের কৃষি উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, খুলনা অঞ্চলের কৃষি উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবির, সাতক্ষীরা জেলা কৃষি উপ-পরিচালক জসিম উদ্দিন, যশোর জেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, মরহুমের পুত্র ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার পলাশ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লি¬রা।
নামাজে জানাজার আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা। জানাযা নামাজে ইমামতি করেন ইলিশপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক। উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের গ্রামের বাড়ি কলারোয়ার ইলিশপুর গ্রামে হলেও তিনি স্বপরিবারে সাতক্ষীরা শহরের তালতলা বিজিবি ব্যাটালিয়নের পাশে বসবাস করতেন।
The post কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2KF5HVc
No comments:
Post a Comment