Sunday, November 1, 2020

সুন্দরবনের সাথে দেশের রেল যোগাযোগে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার https://ift.tt/eA8V8J

সুন্দরবনের সাথে দেশের যোগাযোগ ব্যবস্থাকে স্থাপন করতে যশোরের নাভারণ থেকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন জেলা সাতক্ষীরা পর্যন্ত ৯৯ কিলোমিটার রেলপথ নির্মাণে ১হাজার ৬৬২ কোটি টাকা প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ফলে সুন্দরবনের পর্যাটন শিল্পে সাথে সৃষ্টি হবে নব দ্বিগন্তের। ভোমরা ও বেনাপোল শুল্কষ্টেশন দিয়ে বাড়বে বৈদেশিক বানিজ্য।

সাতক্ষীরা জেলার প্রায় ২২লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কপথ। সুন্দরবন, চিংড়ি সম্পদ, মধুআহরণ, আমদানি-রপ্তানিতে (ভোমরা স্থলবন্দর) বাণিজ্য অর্থনৈতিকভাবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে সড়ক পথটি ব্যস্ত হয়ে পড়েছে। বর্তমান সরকার বেনাপোল ও ভোমরা স্থলবন্দরসহ সাতক্ষীরার উন্নয়নের কথা চিন্তা করে যশোরের শার্শার নাভারণ থেকে শ্যামনগর-মুন্সীগঞ্জ পর্যন্ত ২০২৪ সালের মধ্যে রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

উদ্ভিদ ও প্রাণী বৈচিত্রের কথা ভেবেই সুন্দরবনের ১০কিলোমিটার দূরত্বের আগেই ট্রেন স্টেশন শেষ হবে। নাভারণ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত থাকবে ৮টি স্টেশন। এগুলো হলো, নাভারণ, বাগআচড়া, কলারোয়া, সাতক্ষীরা, পারুলিয়া, কালীগঞ্জ, শ্যামনগর ও মুন্সীগঞ্জ। একই সাথে রেলপথের সেতু নির্মিত হবে বাঁকাল, লাবণ্যবতী, সাপমারা খাল ও কাকশিয়ালী নদীর ওপর।

যশোর, বেনাপোল ও নাভারন রেল ষ্টেশনের এ্যাসেসট্যান্টে এক্সিকিউটিভ ইজ্ঞিনিয়ার কাজী ওলিউল হক বলেন, কন্সট্রাকশন অব নিউ বিজি ট্র্যাকফর্ম নাভারণ টু সাতক্ষীরা প্রকল্পের আওতায় প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৬২ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৩২ কোটি ৪৪ লাখ টাকা। ১ হাজার ৩২৯ কোটি ৭৯ লাখ টাকা চীনের কাছে থেকে ঋণ চাওয়া হয়েছে।

প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে চলতি সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত। নাভারণ থেকে মুন্সীগঞ্জ গ্যারেজ পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য ৯৮দশমিক ৪২ কিলোমিটার। ২০২০-২১অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীন নতুন প্রকল্প তালিকায় এটা রাখা হচ্ছে। একনেকে অনুমোদন হয়েছে প্রকল্পটি।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, নতুন রেলপথ হলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাগুলো হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী। নতুন গতি পাবে সাতক্ষীরার উন্নয়ন। বিকাশ ঘটবে পর্যাটন শিল্পের। শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবসাসহ যোগাযোগ ব্যাবস্থার আসবে আমুল পরিবর্তন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সাথে ভারত সহ বিভিন্ন এলাকার মানুষের আত্মীয়তা ও যোগোযোগ বাড়বে কয়েক গুন।

অর্থনৈতিকভাবে ঘুরে দাড়াবে এলাকা। বিশেষ করে রেল সেবায় সুন্দরবন মানুষকে কাছে টানবে বহুগুন। দেশে রেল যোগাযোগ বাড়লে সরকার ও জনগন হয় উপকৃত। আওয়ালী লীগ সরকারের শাসনামলে রেল সহ যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন, রেল ও লাইন বৃদ্ধিসহ সম্প্রসারিত হওয়ায় ঘুড়ে দাড়াচ্ছে দেশ। রিজার্ভ বাড়ছে।

এর ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে আরো আন্তরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। রেল জাতীয় সম্পদ তার রক্ষণাবেক্ষণে দায়িত্ব নিতে হবে সরকারসহ সব শ্রেণী পেশার মানুষের। বিশ্বে মাথা উচু করে দাড়াতে রেলের বিকল্প নেই বলে জানান ব্যবসায়ি ও রেল সংশ্লিষ্টরা।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post সুন্দরবনের সাথে দেশের রেল যোগাযোগে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oL13oa

No comments:

Post a Comment