দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এব্যাপারে উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মোছেফ আলী সরদারের ছেলে মোক্তার আলী সরদার বাদী হয়ে দেবহাটা থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিবাদীরা হলেন, শিমুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল (২৫), একই গ্রামের মৃত নুরুজ্জামান আনসারীর ৫ ছেলে আব্দুর রাজ্জাক (৪৮), আব্দুর রহমান (৪৫), আব্দুর রশিদ (৬০), আব্দুর রব (৪০) ও আব্দুর রহিম (৫৫)। অভিযোগ মতে জানা গেছে, গত ৩১ অক্টোবর ২০২০ দুপুর সাড়ে ১২টার দিকে জমিজমা ও গাছ কাটাকে কেন্দ্র করে বাদীর বসতঘরে এসে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তাকে মারপিট করার কারনে বাদীর মা অতিজান বিবি (৬৮) ও ছেলে ইসরাইল (২৮) ঠেকাতে আসলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে।
এতে বাদী ও তার ছেলে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
The post দেবহাটায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jK5k7v
No comments:
Post a Comment