মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. প্রদীপ কুমার মজুদারের সভাপতিত্বে বিদয় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা মো. আফছার আলী, আবুল কালাম মোস্তফা ও মো.আবুল বাসারের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্প্রসারণ প্রাণিসম্পদ কর্মকর্তা ড. পাভেল হোসেন, ড. মহাসিন বিল্লাহ প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. আফছার আলী। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় গত ২৩-১২-১৯৮২ তারিখে প্রানি সম্পদ বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ আঠারো বছর যাবত ভারপ্রাপ্ত উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তার দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছিলেন।
১৯৯৯ সালের শেষের দিকে সাতক্ষীরা সদর উপজেলায় প্রাণিসম্পদ বিভাগে বদলী হন তিনি। গত ২৩-০২-২০২০ রবিবার দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষ হয় তার।
মো. আফছার আলী শ্যামনগর উপজেলার ভেটখালী এ করিম উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৭ সালে এস.এস.সি পাশ করেন। কালিগঞ্জ মহাবিদ্যালয় হইতে ১৯৭৯ সালে এইচএসসি পাশ করেন এবং একই কলেজে তিনি বিএ ভর্তি হন। ১৯৮০ সালে কালিগঞ্জ মহাবিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে সাহিত্য সম্পাদক হিসাবে অংশগ্রহণ করেন। সাহিত্য সম্পাদক হিসাবে বিজয় লাভ করার পরে ‘দিবালোক’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন যা আজও মানুষের মনে আশার আলো সৃষ্টি করে। দীর্ঘ ৩৭ বছর ২ মাস প্রাণিসম্পদ বিভাগে সেবা দিয়েছেন। তিনি বর্তমানে শতাধিক গ্রাম্য প্রাণিচিকিৎস হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি সাতক্ষীরাতে ডিআইপি প্রাণি চিকিৎসক হিসেবে পরিচিত। মোজাফ্ফার গার্ডেন ও রির্সোস সেন্টার এর পেট এ্যানিমেল চিকিৎসক হিসেবে বিশ বছর যাবৎ পরামর্শ প্রদান করে আসছেন। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমানে তাহার ১ (এক) ছেলে ও ১ (এক) মেয়ে ছেলে ডা. মো. নাজমুস সাদাত, বি.ডি.এস (ঢাকা), খুলনা ডায়াবেটিক হাসপাতাল খুলনাতে কর্মরত। বৌমা ডা. ইসরাত জান্নাত, বি.ডি.এস. ঢাকা, খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে কর্মরত। দাদু ভাই, নাবিদ সাদ (আরিয়ান) বয়স তিন বছর। মেয়ে আফসানা মিমি, এমবিবিএস, খুলনা মেডিকেল কলেজ ৫ম বর্ষের ছাত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে উপ-সহকারী অফিসার ডাক্তার আফসার আলী বলেন, আপনারা যে সম্মান দিলেন এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি সবসময় চেষ্টা করে যেতাম আপনাদের সেবা দেয়ার জন্য জানিনা কতটুকু পেরেছি তবে চাকরি জীবনের আজ শেষ দিন কিন্তু আমি যতদিন বাঁচবো আপনাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারা সবায় আবার জন্য দোয়া করবেন।
The post সাতক্ষীরা সদর উপজেলার তিনজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকতার বিদায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TW80nX
No comments:
Post a Comment