Wednesday, November 4, 2020

যশোর নড়াইল সড়কে দুর্ঘটনায় ঔষধ কোম্পানির কর্মচারি নিহত https://ift.tt/eA8V8J

যশোর প্রতিনিধি: যশোর নড়াইল সড়কের হামকুড়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল হোসেন (২৩) নামে এক ঔষধ কোম্পানির কর্মচারি নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এদুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে।

 

ইথিক্যাল ড্রাগস কোম্পানি লিমিটেড এর যশোর এরিয়ার স্টাফ তিনি। নিহতের প্রতিবেশি দাদা আলমগীর সিদ্দিক জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থকে মোটরসাইকেল যোগে ফতেপুর যাচ্ছিলেন। এসময় যশোর নড়াইল সড়কের হামকুড়া ব্রীজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় তিনি আহত হন। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যায়। এসময় স্থানীয়রা ও পুলিশ এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অমিয়দাস সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহেদুজ্জামান বলেন-খবর পেয়ে ঘটনা স্থালে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

The post যশোর নড়াইল সড়কে দুর্ঘটনায় ঔষধ কোম্পানির কর্মচারি নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34UCg9i

No comments:

Post a Comment