‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপ্যাল প্রফসর এস.এম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদা জাহান মৌ ও শেখ কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কো-অর্ডিনেটর আশুতোষ কুমার বিশ্বস নিরাময় কেন্দ্র আদর এর পরিচালক কাজী আকতার হোসেন, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক জেলার শ্রেষ্ঠ সংগঠন পুরস্কার প্রাপ্ত মো. বজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কম্পিউটার অপারেটর আবুল কালাম, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দন হিমেল প্রমুখ।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ অনুষ্ঠানে ইলেকট্রন্ক্সি, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, রিফ্রিজারেশন এন্ড এয়ারকান্ডিশনিং, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি, পোশাক তৈরী বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।
নিজস্ব প্রতিনিধি:
The post জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা, সনদ বিতরণ ও ঋণের চেক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TELrUZ
No comments:
Post a Comment