Sunday, November 1, 2020

কয়রায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত https://ift.tt/eA8V8J

মুজিববর্ষে আহব্বান যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পয়েলা নভেম্বর যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে।

রবিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ সানা, প্রাণী সম্পদ অফিসার মুস্তাকিন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খাঁন। এ সময় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ।

সরকার এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিযে যুব ও যুব মহিলাদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। সকল অশুভ নিয়মের জাল ছিন্ন করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সমাজকে সুস্থ ধারার এবং স্থায়িত্বশীল উন্নয়নে যুবদের ভুমিকাই সর্বাধিক। দক্ষ যুব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অগ্রণী ভুমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করেন।

নিতিশ সানা, কয়রা (খুলনা):

The post কয়রায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mBF9BG

No comments:

Post a Comment