Tuesday, November 3, 2020

যশোর অভয়নগরে প্রাইভেট কার থেকে ৪৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার https://ift.tt/eA8V8J

যশোরের অভয়নগরে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া একটি কার থেকে ৪৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। সোমবার রাতে নওয়াপাড়া শহরের স্বাধীনতা চত্বরের মোটরসাইকেল স্ট্যান্ডে কেঁচো খুঁড়তে সাপ বেরনোর এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফেন্সিডিল বহনকারী কারটির চালক ধরা পড়েননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে নূরবাগ স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা দেয় খুলনামুখী বেপরোয়া একটি কার (ঢাকা মেট্রো-গ-১২-২৯০৬)। অবস্থা বেগতিক দেখে দুর্ঘটনাস্থলের অদূরে বাইপাস সড়কে কারটি ফেলে চালক পালিয়ে যান।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ সেখানে গিয়ে কারটি তল্লাশি করে। তারা কারের পেছনে রাখা দুটি চটের বস্তা থেকে ৪৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এরপর কারটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় কারটি জব্দ করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে দুই বস্তাভর্তি ৪৬৩ বোতল ফেন্সিডিল।

কারটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না জানিয়ে ওসি বলেন, ঘটনার ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাড়ির মালিক এবং পালিয়ে যাওয়া চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

যশোর প্রতিনিধি:

The post যশোর অভয়নগরে প্রাইভেট কার থেকে ৪৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2GogukT

No comments:

Post a Comment