কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাড়ির আঙিনায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে ঢেউটিনের আঘাতে পায়ের শিরা (রগ) কেটে যাওয়া শিশু হুসাইনের চিকিৎসার দায়িত্ব নিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
পায়ের অস্ত্রোপচার করাতে পারলেও অর্থাভাবে ওষুধ কিনতে না পারা পরিবারটির অসহায়ত্ব ও শিশুটির সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর শনিবার উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের ছেলে হুসাইনের খোঁজ খবর নেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। পরে রোববার তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে শিশু হুসাইনের চিকিৎসাপত্র ও সার্বিক তথ্য নিয়ে তাকে আর্থিক সহায়তা করেন ও চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হুসাইনের চিকিৎসার কোনো ত্রুটি হবে না ও নিজে তাকে উন্নত চিকিৎসা করাবেন বলে আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এদিকে সোমবার শিশু হুসাইনের পাশে সহায়তার হাত বাড়িয়েছে কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’। সংগঠনটির পক্ষে শিশু হুসাইনের মায়ের কাছে সহায়তা তুলে দেন সাংবাদিক ফারুক রাজ। শিশুর পিতা শফিকুল ইসলাম এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করেছেন।
The post খেলতে যেয়ে আহত হওয়া শিশু হুসাইনের চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oOTTiK
No comments:
Post a Comment