যশোর মণিরামপুরে আমড়াগাছে ঝুলন্ত অবস্থায় মশিয়ার গাজী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার রাতে উপজেলার খড়িঞ্চি গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়। মশিয়ার ওই গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল জানান, দীর্ঘদিন ধরে মশিয়ার গাজীর মাথায় সমস্যা ছিল। সোমবার রাতে তিনি স্ত্রীকে ওষুধের দোকানে পাঠান। ওই সুযোগে বাড়ির অদূরে একটি আমড়া গাছে রশি জড়িয়ে তিনি গলায় ফাঁস দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা তাকে ঝুলতে দেখে নামিয়ে আনেন। ততক্ষণে মৃত্যু হয়েছে তার।
এই ঘটনায় আজ মঙ্গলবার সকালে থানায় অপমৃত্যু মামলা করেছেন মশিয়ার গাজীর ছেলে বাবু গাজী। কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রসুল।
যশোর প্রতিনিধি;
The post যশোর মণিরামপুরে আমড়াগাছে বৃদ্ধর ঝুলন্ত লাশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eny9pl
No comments:
Post a Comment