Wednesday, November 25, 2020

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে মানববন্ধন https://ift.tt/eA8V8J

রবিউল ইসলাম, কাশিমাড়ি (শ্যামনগর): ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম ও সিডিও নারী উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স. ম ওসমান গনী সোহাগ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আরেফিন, প্রচার সম্পাদক শাহরিয়ার তৌফিক ইমান, সমবায় বিষয়ক সম্পাদক রওশন হাবীব নয়ন, মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা পারভীন, সদর ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কাশিমাড়ী ইউনিটের সভাপতি মিয়ারাজ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ, গাবুরা ইউনিটের সভাপতি মো. কবিরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিটের সাধারণ সম্পাদক শামীম হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিটের সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা শামীম, মুন্সিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সুমাইয়া জাফরিন ময়না, তানিয়া সুলতানা ময়না, তাবাসসুম তামান্না, মুমতাহিনা শ্রাবনী, মাহফুজুর রহমান, আল শাহরিয়ার ইমন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও আটুলিয়া ইউনিটের সভাপতি শিরীন সীমা।

The post শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3l9NcVk

No comments:

Post a Comment