সাতক্ষীরা পৌরসভার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আই.ইউ আই.ডি.পি প্রকল্পের আওতায় পৌরসভার পলাশপোলে (৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যবর্তী) কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।’ উক্ত রাস্তাটি স্টেডিয়াম ব্রিজ থেকে শুরু হয়ে পৌরসভার পানি সাপ্লাই কেন্দ্র পর্যন্ত নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন,
খন্দকার আরিফ হাসান প্রিন্স, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সুবল বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, সাগর দেবনাথ, ঠিকাদার জাকির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব প্রতিনিধি:
The post পলাশপোলে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র চিশতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3n0caIh
No comments:
Post a Comment