Tuesday, November 24, 2020

থানাঘাটায় জমির বিরোধে ২ জন আহত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জমি জমি জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ২ জনকে কুপিয়ে মারাত্বক আহত করেছে। সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের আব্দুল জলিলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের আব্দুল মান্ননের।

 

মঙ্গলবার সেই সুত্র ধরে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে এতে আব্দুল মান্নান ও তার পুত্র সুমন, রাজন, আমিরুলসহ আরও অনেকে জলিলের উপর হামলা করে এতে প্রতিপক্ষরা দা, শাবল, রডসহ দেশীও অস্ত্র নিয়ে জলিলের পরিবারকে খুন জখম ও পিটিয়ে মারাত্বক আহত করে। আহতরা হলেন-আব্দুল জলিল ও রাবেয়া খাতুন। স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বিয়টি সাতক্ষীরা পুলিস সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

The post থানাঘাটায় জমির বিরোধে ২ জন আহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m3F3mu

No comments:

Post a Comment