অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন।
সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে বন্দুকধারী ব্যক্তিরা ভিয়েনার কেন্দ্রস্থলের ছয়টি স্থানে এলোপাতাড়ি গুলি চালান। এতে একজন সাধারণ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে।
হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্তত ১৪ ব্যক্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর।
পুলিশের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া একজন সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ জানিয়েছেন, হামলার ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশ অন্তত এক হামলাকারীকে খুঁজছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
ভিয়েনার কেন্দ্রস্থলে অবস্থিত ইহুদিদের উপাসনালয় সিনাগগের কাছেও গুলির ঘটনা ঘটেছে। তবে এ সময় সিনাগগ বন্ধ ছিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন।
কতজন হামলাকারী এই হামলায় অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অস্ট্রিয়ার গণমাধ্যম বলছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
The post ভিয়েনায় বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত ৩ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/324ZKH2
No comments:
Post a Comment