খেশরা (তালা) প্রতিনিধি: আদালতে মামলা চলমান থাকার পরও তালার খানপুর গ্রামে বিরোধপূর্ণ জমি জোর দখল চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত বাবুরাম দাশের ছেলে নারায়ন দাশ ও অর্জুন দাশ জানান, খানপুর বাজারের পাশে এসএ ১০৬ নং খতিয়ানের ৯৪ নং দাগের ২৬ শতক জমি তাদের পৈত্রিক সম্পত্তি। শরীকদের মধ্যে উক্ত জমি ভাগ হয়ে গেলে ওয়ারেশ হিসেবে তারা সর্বশেষ সাড়ে ৬ শতক প্রাপ্ত হয়ে ভোগদখলীকার হন এবং সরকার বাহাদুরকে খাজনা প্রদান করে আসছেন। এমতাবস্থায় একই এলাকার মৃত. শংকর দাশের ছেলে হৃদয় দাশ, মৃত সুধির দাশের ছেলে বিমল দাশ এবং বিমল দাশের ছেলে। বাসুদেব দাশ ও সুকদেব দাশ পরস্পর যোগসাজসে উক্ত সাড়ে ৬শতক জমি দখল করার চেষ্টা চালাতে থাকে।
এনিয়ে তালা থানায় একটি অভিযোগ করা হয়। কিন্তু তালা থানা পুলিশকে অমান্য করায় সাতক্ষীরায় বিজ্ঞ আদালতে একটি মামলা (৩৬০/২০) দায়ের করা হয়। উক্ত মামলা বর্তমানে চলমান রয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তালা থানা পুলিশ নির্দেশনা প্রদান করেন। কিন্তু এরপরও হৃদয় দাশ ও বাসুদেব দাশ গং বিভিন্ন সময় ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এবিষয়ে দরিদ্র নারায়ন দাশসহ তার পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
The post তালার খানপুরে জমি দখলের চেষ্টা! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/327qNRK
No comments:
Post a Comment