Thursday, November 5, 2020

জটিল রোগে আক্রান্ত শিশু মারুফ বিল্লাহ বাঁচতে চায় https://ift.tt/eA8V8J

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: মারুফ বিল্লাহ’র বয়স ৫ বছর। পিতার নাম মোস্তাফিজুর রহমান। এক বছর বয়সে তাকে ফেলে রেখে চলে গেছে পিতা। এই শিশু মায়ের কাছে বড় হচ্ছে। ঠিক সে সময় ফিজ রোগে আক্রান্ত হয়ে মায়ের কোলে কাতরাচ্ছে শিশুটি।

 

মা তাসলিমা বেগম দৃষ্টি প্রতিবন্ধী। মা তাসলিমার আকুতি তার একমাত্র ছেলে ফিজ রোগে আক্রান্ত। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে আহবান জানিয়েছেন অসহায় মা তাসলিমা। তাসলিমা জানায়, তার ছেলের বয়স এক বছর হলে স্বামী তাকে ফেলে চলে যায়। তারপর থেকে তিনি কষ্ট করে ছেলেকে বড় করছেন। ছেলের অসুখে তিনি অসহায় হয়ে পড়েছেন। তাই তিনি বিত্তবানদের কাছে শিশু ছেলেকে বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছেন। তাসলিমার বাবা বিগত ২০ বছর আগে সুন্দরবনে বাঘের থাবায় জীবন হারায়। তাসলিমা তার বাবার বাড়িতে থেকে দিনমজুরি দিয়ে জীবন চালায়। সাহায্য পাঠাতে ০১৯০৫৮১১৬১৫ নং মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

The post জটিল রোগে আক্রান্ত শিশু মারুফ বিল্লাহ বাঁচতে চায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34WPJxk

No comments:

Post a Comment