পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় ও বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে বোরো মৌসুমে উচ্চফলনশীল ধান উৎপাদন বিষয়ক দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এ প্রশিক্ষণে ২৫জন কৃষক সদস্য অংশগ্রহণ করেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র বিনেরপোতা, উপকেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকার মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষিবিদ উত্তম কুমার মজুমদার ও উন্নয়ন প্রচেস্টার শাখা রাকিবুল ইসলাম প্রমুখ। ২দিনব্যাপি এ প্রশিক্ষণে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫০, ব্রি ধান-৬৩, ব্রি ধান-৮১, ব্রি ধান-৮৬, ব্রি ধান-৮৮, এর চাষ পদ্ধতি এবং রোগ ও পোকামাকড় দমন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন।
The post পাটকেলঘাটায় ২দিনব্যাপী উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2J5ulxA
No comments:
Post a Comment