হাড্ডাহাড্ডি লড়াই চলছে মার্কিন নির্বাচনে। এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি পেয়েছেন ২৩৮ ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেকটোরাল ভোট।
তবে এখনো গণনা চলছে ৭টি রাজ্যে। এতে এগিয়ে আছেন ট্রাম্পই। যদি এটি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে ট্রাম্পই পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।
এখনো ভোট গণনা চলছে যেসব রাজ্যে তা হলো, নেভাডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও মেইনে।
এগুলোর মধ্যে নেভাডা ও মেইনে এখনো সামান্য এগিয়ে আছেন বাইডেন। তবে বাকি সবগুলোতে এগিয়ে ট্রাম্প।
এরইমধ্যে বড় জয়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আজ রাতে এ নিয়ে তিনি বক্তব্য দেবেন এবং জয়ের ঘোষণা দেবেন। যদিও বাইডেন বলছেন, তারাই জয়ের পথে রয়েছে। তিনি বলেন, এখনো যেসব রাজ্যে ডেমোক্রেটরা পিছিয়ে আছে সেখানে ডাকযোগে আসা ভোটের গণনা বাকি রয়েছে।
এগুলো গণনা হলে তারাই এগিয়ে যাবে। কে হবেন মার্কিন প্রেসিডেন্ট তা এই ৭ রাজ্যের হিসেবের ওপরই নির্ভর করছে। এগুলোতে জয় পেলে বাইডেন আপাতত এগিয়ে থাকলেও বিজয়ী হবেন ট্রাম্পই।
The post যে ৭ রাজ্যের ওপর নির্ভর করছে নির্বাচনের ফল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mPJamf
No comments:
Post a Comment