যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১৫টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর মধ্যে যশোরেরই আছে ১৪টি নমুনা।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার রাতে তাদের ল্যাবে দুই জেলার সন্দেহভাজন করোনা রোগীদের মোট ১০২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ৮৭টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোর জেলার ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪টি পজেটিভ ফল দেয়। আর মাগুরার ১৯টি নমুনা পরীক্ষা করে একটি পজেটিভ পাওয়া যায়।
শুক্রবার সকালেই বিস্তারিত ফলাফল যশোর ও মাগুরার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ১২৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন তিন হাজার ৯৬১ জন। মারা গেছেন ৪৮ জন।
যশোর প্রতিনিধি:
The post যশোরে ১৪ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Gxdm67
No comments:
Post a Comment