Sunday, November 1, 2020

ছনকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৫জন জখম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

 

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের মানিকতলা মোড়ের জনৈক মুজিবারের মুদি দোকানের সামনে। জখমিদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমিরা হলেন-একই গ্রামের মৃত ইনছান ঢালির ছেলে লুৎফর রহমান, স্ত্রী রাহিমা খাতুন, ছেলে ই¯্রাফিল ও তার ভাইয়ের স্ত্রী ছালেহা খাতুন ও ছালেহা খাতুনের ছেলে শাহ আলম।

 

জখমি লুৎফর রহমান জানান, একই গ্রামে চাচা ইসহাক আলী তার রেকর্ডীয় সম্পত্তি থেকে জোরপূর্বক উচ্ছেদের জন্য পায়তারা করে আসছিল। এমনকি তাকে খুন জখমের ও ভয় দেখায়। এঘটনায় লুৎফর রহমান সাতক্ষীরা সদর থানায় ওই ইছাহেকের নামে একটি সাধারণ ডায়েরি করেন। তারই জের ধরে রবিবার সকালে লুৎফর রহমান মাঠে কাজ করার উদ্দ্যেশে বের হয়ে মানিকতলা মোড়ে জনৈক মুজিবরের দোকানের সামনে পৌছুলে ওৎপেতে থাকা ইছাহাক আলি ও তার লোকজন হামলা চালায়। এব্যাপারে লুৎফরের ছেলে ই¯্রাফিল বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

The post ছনকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৫জন জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kIEcqR

No comments:

Post a Comment