Thursday, November 5, 2020

শ্যামনগরের ভেটখালী পুলিশ ফাঁড়ীর পাশে একই রাতে দুটি কাপড়ের দোকানে চুরি https://ift.tt/eA8V8J

মোঃ মনির হোসেন, কৈখালী (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নং রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে একই রাতে দুই কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ৪ নভেম্বর বুধবার গভীর রাতে ভেটখালী বাজারের নৌ পুলিশ ফাঁড়ী সংলগ্ন মেসার্স মোল্লা বস্ত্রালয় এবং মেসার্স ফরাদ বস্ত্রালয়ে এই চুরির ঘটনা সংঘটিত হয়। চোরেরা ছাউনিকৃত এ্যাডবেষ্টারের চাল কেটে দোকানের ভিতরে প্রবেশ করে এবং নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে উক্ত দোকানের মালিক মোঃ আনার হোসেন (লালু) ও মোঃ আফছার আলী মোল্ল্যা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তারা। আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে তারা দোকান খুলতেই এ চুরির ঘটনা দেখতে পেয়ে সাথে সাথে সকলকে বিষয়টি অবগত করেন।
এদিকে চুরির বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা জানান, বাজারে নাইট গার্ডে আছে। পাশাপাশি বাজারে একটি নৌ পুলিশ ফাঁড়ী অবস্থিত। পুলিশ ফাঁড়ীর নাকের ডগায় নাইট গার্ড থাকা সত্বেও এই চুরির ঘটনায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

The post শ্যামনগরের ভেটখালী পুলিশ ফাঁড়ীর পাশে একই রাতে দুটি কাপড়ের দোকানে চুরি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32eB7aU

No comments:

Post a Comment