প্রতীকি ছবি
পত্রদূত ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমন ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় যশোরে সকল এনজিও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে যশোর জেলা প্রশাসন। গত ২৪ জুন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময়ে সময়ে জারিকৃত পরিপত্র এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ফলে শ্রমজীবী কৃষক, ভ্যান রিকসা চালক, চায়ের দোকানসহ বিভিন্ন পেশার নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ ঋণের কিস্তি প্রদানে অসমর্থ হয়ে পড়েছে।
এমতাবস্তায় যশোর জেলায় কর্মরত সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। কার্যার্থে এ চিঠির অনুলিপি প্রদান করা হয়েছে যশোরের সকল উপজেলা নির্বাহী অফিসার ও উপ-পরিচালনা সমাজ সেবা অধিদপ্তরকে।
উল্লেখ্য, যশোর জেলা প্রশাসনের এ অনুরোধ ইতোমধ্যেই কার্যকর করার ফলে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ হয়ে গেছে। কিন্তু সাতক্ষীরা জেলার অধিকাংশ এনজিও এখনো কিস্তি আদায়ে তৎপর রয়েছে। বিভিন্নস্থানে এ ধরনের কিস্তি আদায়ের খবর প্রতিদিনই বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে।
The post যশোরে এনজিও ঋণের কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Tcb6Yr
No comments:
Post a Comment