আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে আন্ত:জেলা চোর চক্রের সদস্য আনারুল মোড়লকে আটক করেছে পুলিশ। রবিবার আনরুল ও তার দলের সদস্যরা ভ্যান চুরি করে পালানোর সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল কালিবাড়ি বাজারে আনারুল ভ্যানসহ ধরা পড়লেও তার দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ওসি খবর পেয়ে আনারুলকে আটক করে থানায় আনার নির্দেশ দেন। তখন এসআই সেলিম জাহাঙ্গীর তাকে ভ্যানসহ থানায় নিয়ে আসেন। এরপর ওসি’র জিজ্ঞাসাবাদে সে নিজকে তালা উপজেলার পাটকেলঘাটার কুমারখালী গ্রামের সিরাজুল মোড়লের ছেলে আনারুল মোড়ল বলে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় থেকে মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারী চালিত ভ্যান চুরির কথা স্বীকার করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জানান, চোরাই ভ্যানসহ আটক আনারুলসহ তার দলের সদস্যদের বিরুদ্ধে থানায় ১৬ (২১) নং চুরি মামলা হয়েছে।
The post আশাশুনিতে চোরাই ভ্যানসহ আটক এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wSMCC3
No comments:
Post a Comment