পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। বৃহস্পতিবার সকাল আটটা থেকে থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সাতক্ষীরা পিসিআর ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এসময় জেলায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুজন মারা গেছেন। পাশাপাশি এ সময় ভারত থেকে অবৈধভাবে আসার সময় সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার থেকে বৃহস্পতিবার) একই সংখ্যক নমুনা পরীক্ষা করে একই সংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছিল।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, করোনা শনাক্তের হার যেভাবে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করার জন্য আগামীকাল শনিবার থেকে লকডাউন দেওয়া হয়েছে। এই লকডাউন আগামী সাত দিন চলবে। এ পর্যন্ত সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২২৪ জন এবং করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ২২৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সদরের নূরুন্নাহার (৫০) এবং সদর উপজেলার ভাদিয়ালি গ্রামের দ্বীন ইসলাম (৬০)।
এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার থেকে বৃহস্পতিবার) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক কুদরত-ই-খোদা বলেন, নূরুন্নাহার ও দ্বীন ইসলাম দুজনই গত মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দ্বীন ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মারা যান। আর নূরুন্নাহার শুক্রবার ভোর পাঁচটার দিকে একইভাবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার পথে চারজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া বাবনখালী গ্রামের লতা বিবি (২৫), সোনাবাড়িয়া গ্রামের হালিমা বেগম (২৬), নাছিমা খাতুন (২৪) ও ল²ীদাড়ি গ্রামের আঙ্গুর বালা (৫৫)। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কলারোয়া থানাধীন সীমান্ত এলাকার সোনাই নদীতে মাছ ধরা, গোসল করা, সন্ধ্যা সাতটার পর জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকানপাট বন্ধ রাখার বিষয়টি বিজিবি বাস্তবায়ন করছে।
The post সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫৩ শতাংশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cBwQUf
No comments:
Post a Comment