Sunday, June 6, 2021

সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে তিনস্তরে কাজ করছে প্রশাসন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা প্রতিনিধি: করোনা প্রতিরোধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। লকডাউন বাস্তবায়নে তিন স্তরে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে পুলিশ, সীমান্তে বিজিবি ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালতেরর অভিযানের মধ্যদিয়ে সাতক্ষীরায় চলছে লকডাউন।

সাতক্ষীরা জেলা প্রশাসন জনস্বার্থে গত ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রথম ধাপের সাতদিন লকডাউন ঘোষণা করে। লকডাউনের দ্বিতীয় দিনে বেশ কিছু কঠোর বাঁধা নিষেধ লক্ষ্য করা গেছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পেয়েছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ৮ ঘন্টার জন্য খোলা রয়েছে ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি বানিজ্য।

লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশচেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা শনিবার কুশখালি সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় দুই নারীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গণমানুষকে আরও সচেতন হতে হবে। এখনো প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। কঠোর অবস্থানে জেলা পুলিশ। বেআইনিভাবে চলাফেরার জন্য মামলা, জরিমানা এবং গাড়ি জব্দ করা হচ্ছে। লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ ৩৬ কি: মি: স্থল সীমা এবং ১৮ কিলোমিটার নদী সীমা সর্বমোট ৫৪ কি: মি: এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করে আসছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৮ এপ্রিল ২০২১ হতে অদ্যাবধি সর্বমোট ৬৮৪টি অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে সর্বমোট ৩৬জন (বাংলাদেশী-৩৫ জন ও ভারতীয় ১জন) এবং ২জন মানবপাচারকারী আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে মোছা: খাদিজা বিবি নামীয় ভারতীয় নাগরিককে বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরা জেলায় আরোপিত বিধি-নিষেধ প্রতিপালনে পরিচালিত সর্বশেষ অভিযানের তথ্য অনুসারে ১৬ টি অভিযানে ৯৮টি মামলায় ৬৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

The post সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে তিনস্তরে কাজ করছে প্রশাসন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2T3NJjr

No comments:

Post a Comment