Thursday, June 24, 2021

কালিগঞ্জে অর্ধ শতক জমির জন্য মসজিদের প্রধান গেটে তালা https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মহেশ^রপুর গ্রামে। তালা দেয়ার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছবুর মোল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মহেশ্বরপুর এলাকার মৃত গহর আলী গাজীর ছেলে আকবার গাজী মহেশপুর মৌজার ২৬ নম্বর দাগে ২৫ শতক জমি মসজিদের নামে দান করেন। ওই জমিতে এলাকার মানুষের সহযোগিতায় বায়তুন নুর জামে মসজিদ, মোহাম্মাদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা ও ঈদগাহ গড়ে ওঠে। মসজিদটিতে এলাকার মানুষ ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত বন্দেগী করে আসছে। সম্প্রতি মসজিদের জমিদাতা আকবার গাজীর সাথে তার মেঝো ভাই প্রভাবশালী আবু বক্কার (৫০) এর জমিজমা ও পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এর সূত্র ধরে মেঝো ভাই আবু বক্কারের দাবি ছোট ভাই আকবার গাজীর দান করা মসজিদের ২৫ শতক জমির ভেতর তার অর্ধ শতক জমি রয়েছে। আর সেকারণে আবু বক্কার মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় নুরুল ইসলাম, মুসা গাজী, সিরাজুল ইসলাম, মুনসুর গাজী, এনায়েত করিম, আরিজুল ইসলামসহ একাধিক মুসুল্লী জানান, গত ৫ বছর আগে এই জমিতে মসজিদ গড়ে উঠেছে। সে সময় থেকে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করছে। হঠাৎ মসজিদের জমিদাতা আকবার গাজীর মেঝ ভাই আবু বক্কার মসজিদের নামীয় ২৫ শতক জমির অর্ধ শতক জমি দাবি করছেন। আর অর্ধ শতক জমির উপর মসজিদের বাউন্ডারী প্রাচীরের মেইন গেট। যার কারণে আবু বক্কার মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। তবে আমরা সকল মুসল্লিরা তাকে বার বার অনুরোধ করেছি যদি মসজিদের জমির ভেতর তার অর্ধ শতক জমি থেকে থাকে তাহলে আমরা গ্রামবাসি একসাথে হয়ে তাকে জমির বাজারমূল্য অনুযায়ী টাকা দিবো অথবা অন্য জায়গায় জমি কিনে দেবো। তাতেও আবু বক্কার রাজি না। উল্টো মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা বুঝিয়ে দিয়েছে। বিষয়টি অত্যন্ত দু:খজনক।
এব্যাপারে আবু বক্কারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মসজিদের জমির ভেতর আমার হাফ শতক জমি রয়েছে। আমার ছোট ভাই আকবার মসজিদের নামে জমি দান করার সময় অ্যাওয়াজ করে মসজিদের ভেতরের হাফ শতক জমির জন্য মসজিদের পাশের জমি থেকে আমাকে হাফ শতক জমি দেয়। আমি এতদিন ওই জমিতে গাছ লাগিয়ে বড় করেছি। কিন্তু হঠাৎ আমার ছোট ভাই অ্যাওয়াজের ওই জমি আমার কাছ থেকে কেড়ে নেয়। যার কারণে আমি আমার পৈত্রিক জমিতে এসেছি। আমার জমির উপর মসজিদের মেইন গেট সেজন্য আমি গেটে তালা লাগিয়েছি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মসজিদের গেটে তালা লাগানোটা খুবই দু:খজনক। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

 

The post কালিগঞ্জে অর্ধ শতক জমির জন্য মসজিদের প্রধান গেটে তালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3x7c72s

No comments:

Post a Comment