সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর পরিচালকের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সিএইচসিপি ও কমিউনিটি ক্লিনিক হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক ও ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদকে। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা: রাশেদা সুলতানের পক্ষে সম্মাননা প্রদান করেন জেলা সিভিল সার্জন ডা: হোসাইন শাফায়াত। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অজয় কুমার সাহা, জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ সহ সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
দেবীপুর কমিউনিটি ক্লিনিক একটি মডেল ক্লিনিক। এই ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদের উদ্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া সরকারি বেসরকারী সহায়তায় ক্লিনিকে স্থাপিত হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হাত ধোয়ার ব্যবস্থা, ক্লিনিক চত্তরে সুসজ্জিত শাক সবজি ও ফুলের বাগান, সুপেয় পানির ব্যবস্থা, ক্লিনিকে প্রবেশের রাস্তা ও প্রাচীর তৈরী, পাখির আবাসস্থল তৈরীতে গাছে মাটির পাত্র স্থাপন, ক্লিনিক অভ্যন্তরে রয়েছে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত নানান পোষ্টার, সাইনবোর্ড, প্লাকার্ড, রোগীদের স্বাস্থ্য সচেতনায় মাল্টিমিডিয়াভিত্তিক প্রেজেনটেশন ব্যবস্থা, প্রসূতি মায়েদের সেবা কক্ষ, পরিস্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থাপনা প্রভৃতি।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন দিবস পালন করা হয়, রোগীদের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে বা মাঝে মাঝে চলছে বলে জানান অনিরুদ্ধ কর্মকার। ক্লিনিকের মাধ্যমে একটি কিশোরী দল গঠন করা হয়েছে যার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক পট গান প্রচার করা হয় ও ফিষ্টুলা রোগ প্রতিরোধে কিশোরী দল কাজও করেন। ক্লিনিক সভাপতি ও ক্লিনিকের ভূমিদাতা প্রায়ই ক্লিনিক উন্নয়নে কাজ করে থাকেন।
জানা যায়, ক্লিনিকটি বিভিন্ন সময়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, দেশী বিদেশী প্রতিনিধিবৃন্দ পরিদর্শন করেছেন এবং পরিদর্শন বহিতে কেহ কেহ মডেল ক্লিনিক উল্লেখপূর্বক ক্লিনিকের সাফল্য কামনা করেছেন।
The post দেবীপুর কমিউনিটি ক্লিনিকের অনিরুদ্ধ কর্মকার বিভাগীয় শ্রেষ্ঠ সিএইচসিপি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3g3HpAe
No comments:
Post a Comment