ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার ঘোনা গ্রামের হিমাংশু মন্ডল (৭৩) পরলোক গমন করেছেন। শুক্রবার (২৫ জুন) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা ও ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি কমলেশ মন্ডলের পিতা বীর মুক্তিযোদ্ধা হিমাংশু মন্ডল তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে স্থানীয় ঘোনা বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার অনুষ্ঠানে সালামী গ্রহন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ডেপুটি কমান্ডার চন্দ্র কান্ত বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন, মাহাবুর রহমাম, আলতাপ হোসেন ও গোলাম হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, শিক্ষক সৌরেন্দ্র হালদার প্রমুখ।
The post ডুমুরিয়ার বীর মুক্তিযোদ্ধা হিমাংশু মন্ডল পরলোকে: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xUOZoc
No comments:
Post a Comment