শ্যামনগর প্রতিনিধি: উপজেলা যুবলীগের আহবায়কসহ শ্যামনগরে নুতন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই চিকিৎসকের পরামর্শ মেনে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে রোববার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চাশোর্ধ্ব বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষী গ্রামের জনৈক আব্দুল আজিজের স্ত্রী দুলারী বিবি। করোনা আক্রান্ত অবস্থায় গত শনিবার সকালে তাকে বাড়ি থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নেয়া হয়। এ নিয়ে গত দুই দিনে শ্যামনগর উপজেলার ওই গ্রামের দু’নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিভাগের দায়িত্বে থাকা ডা: বিপ্লব কুমার দে জানান, রোববার সকালে মোট ১২জনের নুমনা পরীক্ষা করা হয়। যার মধ্যে চারজনেরই করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্তরা বাড়িতে থেকে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে শ্যামনগর উপজেলা যুবলীগের আহবায়ক জাকির হোসেন তার করোনা আক্রান্তের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছন। তিনি জানান, কয়েকদিন ধরে সামান্য উপসর্গের পর শনিবার নমুনা পরীক্ষার জন্য দেন। রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগ তার ফরাফল পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করে। তিনি বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শে করোনার চিকিৎসা নীতি মানছেন বলেও জানান।
The post উপজেলা যুবলীগের আহবায়কসহ শ্যামনগরে পাঁচজন করোনা আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uUEGOL
No comments:
Post a Comment