Thursday, June 3, 2021

কলারোয়ার গয়ড়া বাজারের গণচৌচাগারের জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টা! https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ার গয়ড়া বাজারের গণচৌচাগারের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা চালিয়ে মদনপুরের মফিজুল ইসলাম ও গয়ড়ার কবিরুল ইসলাম। দীর্ঘ দিন ধরে ওই দুই ব্যক্তি গয়ড়া বাজারের গণচৌচাগারের জায়গা দখল করে একটু একটু করে পাকা দোকান ঘর নির্মাণের চেষ্টা করে আসছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান ঘর বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও তারা তা মানছেন না। তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর কাছে এলাকাবাসী অভিযোগ দিলে তিনি সরেজমিনে ঘটনা স্থান পরিদর্শন করেন। এসময় তিনি ঘটনা স্থানে গিয়ে দেখেন গণ চৌচাগারের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছেন মদনপুরের মফিজুল ইসলাম ও গয়ড়ার কবিরুল ইসলাম। এসময় সংবাদ পেয়ে চন্দনপুরের নায়েব মারুফুর রহমান ঘটনা স্থানে আসেন এবং উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামকে দেখে সাথে সাথে দোকান ঘর বন্ধ ঘোষনা করেন। তিনি এসময় বলেন আমি কথা দিলাম আগামী দুইদিনের মধ্যে এই অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হবে। আমি কাউকে ভয় করিনা। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর হস্তক্ষেপে অবৈধ স্থাপনা বন্ধ হওয়ায় এলাকাবাসী ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

The post কলারোয়ার গয়ড়া বাজারের গণচৌচাগারের জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S63RR6

No comments:

Post a Comment