নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহামারী করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে সুলতানপুর বড় বাজারে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে জনস্বার্থে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে মানবতার এক দৃষ্ট্রান্ত স্থাপন করেছে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতি।
প্রতিদিন হ্যান্ড মাইক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে বাজারে জনস্বার্থে নিজ উদ্যোগে করোনার সংক্রমণ রোধে বেড়িয়ে পড়েন। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করোনার সংক্রমণ রোধে সাধারণ জনগণ ও ক্রেতা বিক্রেতাদের সচেতন হতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে সমিতির সদস্যরা।
বিশিষ্ট ব্যবসায়ী ও শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবুর উদ্যোগে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন। জনস্বার্থে করোনার সংক্রমণ রোধে তার মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ইতিমধ্যে সমিতির এ উদার ও মানবিক তৎপরতার জন্য পরিচিতি লাভ করেছে।
সমিতির মত করোনার সংক্রমণ রোধে সমাজের বিত্তবান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছে সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
The post করোনা সংক্রমণ রোধে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ব্যাপক তৎপরতা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3g8O7VC
No comments:
Post a Comment