আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটিনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আশাশুনি টু কোলাঘোলা সড়কের কোদন্ডা-আমতলা মোড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশাশুনি সদরের আদালতপুর গ্রামের হোসেন সানার পুত্র নয়ন (৪) তার মায়ের সাথে দোকানে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় সাইড রাস্তা দিয়ে ইটভর্তি একটি ট্রলি হঠাৎ মেইন সড়কে উঠলে অপর দিক শ্রীউলা থেকে আশাশুনি অভিমুখে যাত্রীবাহী ইজিবাইকের মাঝখানে ইজিবাইকের চাকার তলায় পড়ে পিষ্ট হয়। সাথে সাথে শিশু নয়নের মা ও পাশর্^বর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। কিছুক্ষনের মধ্যে ডাক্তারের কাছে নেওয়া আগেই শিশু নয়নের মৃত্যু হয়। এদিকে এ খবরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইজিবাইক আটক করে থানা হেফাজতে নেয়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত ইজিবাইক ও ট্রলি ড্রাইভারের কোন সন্ধান পাওয়া যায়নি।
The post আশাশুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gTcSqv
No comments:
Post a Comment