নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাধারণ মানুষের সুরক্ষায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমেছেন।
সাধারণ মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান জানাচ্ছেন। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন। জেলার ৮টি থানার পুলিশী কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করছেন।
সার্বক্ষণিক নজর রাখছেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর।
লকডাউনের দ্বিতীয় দিনে তিনি সাতক্ষীরার দেবহাটা এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, গণমানুষকে আরো সচেতন হতে হবে। এখনো প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। কঠোর অবস্থানে জেলা পুলিশ।
বেআইনিভাবে চলাফেরার জন্য মামলা, জরিমানা এবং গাড়ি জব্দ করা হচ্ছে। লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
The post সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে নিজেই মাঠে নামলেন এসপি মোস্তাফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TLNFVR
No comments:
Post a Comment