আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীকে ৩৯০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বুধহাটা-কুল্যা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বাজারের শফিকুল ইসলামের বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোরকে ৫০০ টাকা, বুধহাটা বাজারের আব্দুস ছাত্তারের ছেলে রেজাউল করিমকে ১০০০ টাকা, ডায়মন্ড ইলেক্ট্রিকস মালিককে ১০০০ টাকা, আলাল ঢালীর পুত্র রুহুল কুদ্দুছকে ৩০০ টাকা, মৃত রাধাকান্ত বিশ্বাসের পুত্র সচিনকে ৫০০ টাকা, কুল্যার মোক্তার আলি সরদারের পুত্র জাহাঙ্গীরকে ২০০ টাকা, গুনাকরকাটি বাজারের আফছার আলির পুত্র মনিরুলকে ৪০০ টাকা, মোট ৭টি মামলায় সর্বমোট ৩৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়। লকডাউন মেনে ৯টা থেকে ১২টার মধ্যে দোকানপাঠ খোলা রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।
The post আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2RudR6C
No comments:
Post a Comment