যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে বিপুলের নিজবাড়ি পুরাতন কসবা ঘোষপাড়াতে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্শন করেছে। এসময় তারা বিস্ফোরিত ককটেলের সরজ্ঞাম উদ্ধার করে। আনোয়ার হোসেন বিপুলের বড় ভাই কামাল হোসেন পলাশ জানান, তার বাবা ও মা খুবই অসুস্থ্য। রাতে বাবা মায়ের কাছেই ছিলেন। রাত দেড়টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। তারা ধারণা করেন হয়তো কোনো গাড়ির চাকা পামচার হয়েছে। বাবা মাকে নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি সেসময় তারা গুরুত্ব দেননি। পরে সকালে তিনি বাবা মাকে নিয়ে হাসপাতালে চলে যান। অন্যদিকে তার স্ত্রী ও ছোট ভায়ের স্ত্রী বাড়ির আঙ্গিনায় ফুল গাছে পানি দিতে যেয়ে দেখেন জালের কাঠি, জর্দার কৌটা । পরে সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক রাতে টালিখোলা রোডের দিকে থেকে মুখবাধা অবস্থায় এসে গেটের সামনে থেকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সকালে পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিয়ে তিনি দুঃখঃ প্রকাশ করেন।এ বিষয়ে আনোয়ার হোসেন বিপুলের ধারণা, তার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে কিছু আলামত উদ্ধার করেছেন তারা। একই সাথে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
The post যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপুলের বাড়িতে ককটেল নিক্ষেপ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3A1lVgH
No comments:
Post a Comment