Monday, June 21, 2021

আলিপুর মাঝের পাড়ায় দুই শতাধিক মানুষ পানিবন্দি https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় ৪০-৪২ পরিবারের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন অতিবাহিত করছেন।
আলিপুর ভোমরা সড়কে পাচানি রাস্তার ওপর কালভার্টের নিচে মাছ চাষের ঘের করার জন্য পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়া হয়েছে।
গ্রামবাসির বিবরণে প্রকাশ, আলিপুর গ্রামের ফিরোজ হোসেন, জাকির হোসেন ও আবদুস সামাদ কারিগর মাছ চাষের ঘের করার জন্য ভেকু মেশিনের সাহায্যে কালভার্টের নিচে মাটি দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এর ফলে আলিপুর মাঝের পাড়া এলাকায় নজরুল ইসলাম, মোজাফফর হোসেন, আয়ুব হোসেনসহ ৪০-৪২ পরিবারের বসতি বাড়িতে পানিতে তলিয়ে গেছে। এলাকার বিপন্ন মানুষ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফের কাছে অভিযোগ করেছেন। কিন্তু ফিরোজ সাত্তার গং কোনো গুরুত্ব না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে বলে পানিবন্দি মানুষেরা জেলার উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

The post আলিপুর মাঝের পাড়ায় দুই শতাধিক মানুষ পানিবন্দি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wLrEoN

No comments:

Post a Comment