Wednesday, June 23, 2021

আশাশুনিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে দিবসটি পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে কেটে অনুষ্ঠানের সূচনা করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক-এমপি। মোবাইলের মাধ্যমে অডিও বক্তব্যে ডা: রুহুল হক-এমপি বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। তিনি আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের সাথে থেকে সচেতনতামূলক কাজ করা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, বুদ্ধদেব সরকার, রাজু আহম্মেদ পিয়াল, আহসানউল্লাহ আছু, সঞ্জয় দাস, যুবলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মো: মহিতুর রহমান, কৃষক লীগের আহ্বায়ক রাশেদ সরোয়ার শেলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, যুবলীগ নেতা পরেশ অধিকারী, সাহেব আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

The post আশাশুনিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3j6kMhz

No comments:

Post a Comment