দেবহাটা সংবাদদাতা: দেবহাটার সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে পথসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মূখে পথসভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোনাজাত আলীর সভাপতিত্বে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য মীর খায়রুল আলম। উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি মডেল হাইস্কুলের শিক্ষক ফজলুল হক, হাফেজ আনারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এমএ মামুন, শাহানা সুলতানা, গ্রামপুলিশ নুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ফারুক হোসেন।
এসময় করোনা প্রতিরোধে সচেতন করার লক্ষে মাস্ক বিতরন করা হয়। এছাড়া জনসমাগম এড়াতে মাঠে খেলার আয়োজন, গ্রামের দোকানে নির্দিষ্ট সময়ের পরবর্তী বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাড়ির বাহিরে অযাথা না যাওয়ার বিষয়ে মানুষকে সচেতন করা হয়। সরকারি সকলনির্দেশ মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন ওয়ার্ড করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।
The post দেবহাটায় ওয়ার্ড কমিটির করোনা প্রতিরোধে পথসভা ও মাস্ক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zPoWQR
No comments:
Post a Comment