প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার। প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি এই ম্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে পালিত হলো বিশ^ পরিবেশ দিবস ২০২১। মিজরিও-জার্মানী আর্থিক সহায়তায় আজ ৭ জুন ২০২১ বটিয়াঘাটা কাতিয়ানাংলা বাজারে দিবসটি উপলক্ষে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানুষ ও কৃষি রক্ষা করতে উপকূল এলাকায় দুর্যোগ সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবীতে লোকজের নির্বাহী পলিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্ব এবং সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালায় অনুষ্ঠিত পরিবেশ দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হাদি-উজ-জামান হাদী, মো: মনছুর আলী শেখ, আশালতা ঢালী, নির্মল বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাস, তাপস মল্লিক, বাসুদেব ম-ল, অমরী ম-ল, শংকরী সরকার এবং লোকজের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি ম-ল প্রমুখ:।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তরা পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্থ না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তোলে, সে জন্য এলাকাবাসীকে সচেতন করতেই পরিবেশ দিবসের কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, অগণিত মানুষের অনেক স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটি মাত্র পৃথিবী। তাই এ পৃথিবীকে লালন করতে হবে অনেক যতেœ।
পৃথিবীর প্রতিবেশব্যবস্থা এখন সংকটের মুখোমুখি। প্রকৃতির ওপর কৃত্রিম উপকরণ ও অনুপযোগী প্রযুক্তির অত্যধিক প্রয়োগ, বিজ্ঞানের অপব্যবহার, অপরিণামদর্শী উন্নয়ন কর্মকা- এবং যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পৃথিবী ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছে। এখন সময় এসেছে লাগাম টেনে ধরার। মানববন্ধনে এলাকার মানুষ ও কৃষিকে রক্ষা করতে দুর্যোগসহনশীল বেড়িবাঁধ নির্মাণের জোর দাবী জানানো হয়।
The post দুর্যোগ সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবীতে লোকজ ও কৃষক ফেডারেশনের উদ্যোগে বটিয়াঘাটায় মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ggYNBG
No comments:
Post a Comment