Tuesday, June 22, 2021

ডুমুরিয়ায় প্রশাসনের কঠোর নজরদারীতে লকডাউন: মোবাইল কোর্টে জরিমানা https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী ও নিরাপত্তা মধ্যে দিয়ে লকডাউনের প্রথম দিন মঙ্গলবার (২২জুন) অতিবাহিত হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা অমান্য করায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৯টি মামলায় ২৫ হাজার ৫শত টাকা অর্থদন্ড করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনো ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসন ঘোষিত (২২জুন-২৮জুন) সপ্তাহ ব্যাপি কঠোর লকডাউনের প্রথম দিনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রফিকুল ইসলামসহ অন্যান কর্মকর্তাবৃন্দ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ব্যারিকেট বসিয়ে তল্লাশী, ডুমুরিয়া সদর বাজার, খর্নিয়া বাজার, চুকনগর বাজার, আঠারো মাইল বাজার, শাহপুর বাজার, শরাফপুর বাজারসহ সকল গুরুত্বপূর্ণ হাট-বাজারে থানা পুলিশের কঠোর নিরাপত্তা ও নজরদারী এবং সড়ক ও বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতা, পথচারীদের মাইকিং প্রচারের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছায়ে দেন। অপর দিকে লকডাউন অমান্য করে দোকান খুলে রাখা এবং স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ১৪ হাজার টাকা এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামানের নেতৃত্বে ১৩টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

The post ডুমুরিয়ায় প্রশাসনের কঠোর নজরদারীতে লকডাউন: মোবাইল কোর্টে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zPTv9e

No comments:

Post a Comment