Tuesday, June 1, 2021

জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভাঙন কবলিত পদ্মপুকুর পরিদর্শন, ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: ‘ইয়াস’ এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ভাঙন কবলিত বাঁধসহ প্লাবিত পদ্মপুকুর এলাকা পরিদর্শন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেৃতৃবৃন্দ। এসময় তারা পানিবন্দী দুর্গত এলাকার দুইশ পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার বেলা এগারটার কিছু পরে পদ্মপুকুর এলাকায় পৌছে উপদ্রুত এলাকার নিঃস্ব বেশ কয়েকটি পরিবারের সাথেও তারা কথা বলেন। জেলা আওয়ামী লীগের পক্ষে দুর্গত এলাকা পরির্দশন দলে অন্যান্যের মধ্যে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা সদর সংসদীয় আসনের এমপি, শ্যামনগর-কালিগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক শেখ হারুণ অর রশিদ, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক এড. আজাহারুল ইসলাম, আইন সম্পাদক এড. ওসমান গনি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রমিক নেতা হারুন-অর রশিদ, মহিলা বিষয় সম্পাদক দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান, মুন্নি প্রমুখ।

ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে দুর্গত এলাকার জনগোষ্ঠীর উদ্দেশ্যে বক্তব্যে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাঁধের অব্যাহত ভাঙন নিয়ে পাউবোর সমালোচনা করেন। দ্রুত সময়ের মধ্যে উপকূলবাসীকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাানের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের কথাও বলেন। এছাড়া বার বার প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলবাসীর সাহসের প্রশংসা করে বক্তরা সবসময় যেকোন দুর্যোগে এ জনপদের মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

The post জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভাঙন কবলিত পদ্মপুকুর পরিদর্শন, ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RbrDuB

No comments:

Post a Comment