Thursday, June 24, 2021

তালায় সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল হতে অনুদান বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র ঐচ্ছিক তহবিল হতে ২২জনের মাঝে অনুদানের চেক, মুন্ডা পরিবারের জন্য ঘর ও শিক্ষার্থীদের জন্য উপকরণ এবং ধর্ম মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়।
অনুদানের মধ্য ২২ জনের মাঝে ১ লাখ ৩৫ হাজার টাকার চেক, মুন্ডা পরিবারের ৫টি বসতঘর, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ১০টি সাইকেল, ১০৭ জন শিক্ষার্থী স্কুল ব্যাগ, খাতা কলম, শিক্ষা বৃত্তি, ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ ও মন্দিরে অনুদান বিতরণ ২টি মসজিদ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ-এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, অধ্যক্ষ এনামুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম।

The post তালায় সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল হতে অনুদান বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dtZSWj

No comments:

Post a Comment