Friday, June 25, 2021

পঞ্চপদী পাঁচালি https://ift.tt/eA8V8J

কিশোরীমোহন সরকার
আষাঢ় বৃষ্টি ফোঁটা ফোঁটায়
গাছের ডালে কলাপাতায়
তারই তলায় পথশিশু
ছাতা বানিয়ে দাঁড়িয়ে বিশু
ঈশ্বরবাবু হাসছে শুধু ।
মুচকি হাসে প্রশ্নচিহ্ন যতি
তুমি তো ইচ্ছাময় বিশ্বপতি
তোমার ইচ্ছায় জগৎ বয়
জিঘাংসুরা রাজভোগ খায়
সত্যনিষ্ঠ কেন উপোষ রয় ?
কেষ্ট জাইলা হুক্কা টানে মাটির দাওয়ায়
সুখি তাহার মনের সুখে পাশে ঝিমায়
জেলের জাল-ডিঙি রাজপ্রতিনিধি বায়,
সকাল বিকাল বাগদা-গোলদা চাটি মারে
কেষ্টর ভাবনায় ব্রহ্মা-বিষ্ণু মিটিং করে ।

The post পঞ্চপদী পাঁচালি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wWNFRn

No comments:

Post a Comment