Saturday, June 26, 2021

আশাশুনিতে সাংবাদিক আশিকের চাচা ও আ.লীগ নেতা শেখ শামিনুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির দরগাহপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রভাষক আশিকুর রহমানের চাচা মরহুম শেখ শামিনুর রহমান শামীমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বাদ মাগরিব উপজেলার দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবার রহমান, অবসরপ্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আকরাম উদ্দিন, আল. শেখ ফৌজদার রহমান, শেখ বজলুর রহমান, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, দক্ষিণ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক ও আশাশুনি প্রেসক্লাবের সদস্য প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাবেক ফুটবলার শেখ নাসির উদ্দিন নাসরু, শেখ শাহিনুর রহমান, শেখ আজগার আলী ময়না, শামীমের একমাত্র সন্তান শেখ মাহফুজুর রহমান স্বাধীন প্রমূখ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মনিরুল ইসলাম। উল্লেখ্য, শামীমুর রহমান দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নমুখী সমাজ সেবক ছিলেন।

 

The post আশাশুনিতে সাংবাদিক আশিকের চাচা ও আ.লীগ নেতা শেখ শামিনুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qxg9if

No comments:

Post a Comment